দেশজুড়েপ্রধান শিরোনাম
আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে ২১ লাখের বেশি মানুষ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি এড়াতে দেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত ২১ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছিলেন, দেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ১৭ লাখ ৬৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এর সংখ্যা আরও বাড়তে পারে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল শনিবার দিবাগত রাতে সংবাদমাধ্যমে জানান, ঘূর্ণিঝড় বুলবুল আতঙ্কে ১৪টি জেলার ৫ হাজার ৫৮৮টি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন ২১ লাখ ৬ হাজার ৯১৮ মানুষ। এছাড়া আরও ২০ লাখ মানুষকে আশ্রয় দেয়ার ধারণক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল রবিবার ভোর নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর–পূর্ব দিকে ঘণ্টায় প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার বেগে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ায় ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।