আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়া ডাকাতিসহ খুনের ঘটনায় গ্রেপ্তার ১
আবদুল কাইয়ূম, নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার কবিরপুরে ডাকাতিসহ যুবককে হত্যার ঘটনায় বাদশা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতেগাজীপুরের মাধবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদশা কিশোরগঞ্জ সদর থানার লিটন মিয়ার ছেলে। সে বর্তমানে গাজীপুরের কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকায় বসবাস করে।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই শফিকুল ইসলাম সুমন জানান, গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে নবমীতে পূজা দেখে দ্বীপ দাস ও মিঠু দাস দুই ভাইসহ ৩ জন ভ্যানে আশুলিয়ার জিরানীর টেংগুড়ি কোনাপাড়া বাড়িতে ফেরার পথে কবিরপুর বেতার কেন্দ্র এলাকায় ৭/৮ জনের অস্ত্রধারী ডাকাতদল তাদের ওপর হামলা চালায়। এসময় হামলায় গুরুতর অহত দ্বীপ দাস গেল শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে এ ঘটনায় দীপ দাসের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
অভিযান চালিয়ে বাদশাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে গ্রেফতার বাদশা। এ ঘটনায় বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।