আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে রাজন ভূঁইয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ভাষার জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আশুলিয়া প্রেস ক্লাব কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে আশুলিয়া থানা যুবলীগের পক্ষে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা রাজন ভূঁইয়ার নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার বাইপাইলস্থ প্রেসক্লাব চত্বরে শহীদ মিনারে ইয়ারপুর ইউনিয়নের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করতে আসেন।
ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা রাজন ভূঁইয়া বলেন, ১৯৫২ সালের এ দিনে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক, শফিক, জব্বার, বরকত, শফিউদ্দিন, সালামসহ আরো অনেকে। এ দিনে আমি ভাষা শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্বদানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল ভাষা সৈনিকের প্রতি।
পুস্পস্তবক অর্পণ শেষে সকল ভাষা শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানয়িে এক মিনিটের নিরবতা পালন করেন।