দেশজুড়ে

আশুলিয়া-কাশিমপুরের চিহ্নিত সন্ত্রাসী গেদুরাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়া ও গাজীপুরের কাশিমপুর এলাকার সন্ত্রাসী গেদুবাহিনীর প্রধান একাধিক মামলার পলাতক আসামী আব্দুল আলিম ওরফে গেদুরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, গেদুবাহিনীর প্রধান সন্ত্রাসী গেদুরাজ গ্রেপ্তারের সংবাদে এলাকায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার ভোর রাতে গাজীপুরের কাশিমপুর থানাধীন হাজীমার্কেট এলাকা থেকে সন্ত্রাসী গেদুরাজকে গ্রেপ্তার করেন কাশিমপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মাসুদ রানা।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বলেন, কাশিমপুর ও আশুলিয়া এলাকার সন্ত্রাসী গেদুবাহিনীর প্রধান গেদুরাজসহ একাধিক সন্ত্রাসী সম্প্রতি চাঁদার দাবিতে সাবেক এক সেনা সার্জেন্টের বাড়ি-ঘর ভাংচুর করে। এই ঘটনায় ওই অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে ভোররাতে কাশিপুরের হাজীমার্কেট এলাকা অভিযান চালিয়ে গেদুবাহিনীর প্রধান গেদুরাজকে গ্রেপ্তার করে। ৭ দিনের রিমান্ড আবেদন করে দুপুরে গেদুরাজকে আদালতে পাঠানো বলে জানিয়েছে পুলিশ।

গেদুবাহিনীর প্রধান গেদুরাজসহ তার দুই ছেলের নামে ঢাকার আশুলিয়াসহ বিভিন্ন থানায় হত্যা ও ধর্ষণসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close