আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রিতিবেদক: সাভারের আশুলিয়ার প্রায় ২ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপসহ রাইজার ও চুলা।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে নরসিংহপুর ইউসুফ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী।
সাভারআঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাত মো. সায়েম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ইউসুফ মার্কেট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়। এসময় নিম্নমানের ফিটিংস ব্যবহার করে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া যারা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছে ও দিয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।