আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় ৫ ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার তুরাগে পরিবেশ দূষণ ও টপ সয়েল ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে পাঁচটি ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি ইটভাটাকে আংশিক ভেঙে দেওয়ার পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয় ওই পাঁচটি ইটভাটা।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। ইটভাটাগুলো হলো দেওয়ান ব্রিকস, এমসিবি ব্রিকস, আলী আশরাফ ব্রিকস-১, আলী আশরাফ ব্রিকস-২ ও রাজু ব্রিকস।
ইটখোলায় মাটি ব্যবহারে অনুমতি না থাকা ও পরিবেশ দূষণের কারণে দেওয়ান ব্রিকস ও এমসিবি ব্রিকসকে পাঁচ লাখ টাকা করে ১০ লাখ টাকা এবং ইটভাটার অনুমোদন না থাকা এবং পরিবেশ দূষণের কারণে আলী আশরাফ ব্রিকস-১ ও আলী আশরাফ ব্রিকস-২ কে পাঁচ লাখ টাকা করে ১০ লাখ টাকা এবং পরিবেশ দূষণ ও কাগজপত্রে ত্রুটি থাকায় রাজু ব্রিকসকে পাঁচ লাখ টাকাসহ মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।