আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় ৪ লাখ টাকার সেমাই ধ্বংস করল র্যাব, জরিমানা ২ লাখ
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে একটি সেমাই কারখানাকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৪।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় আশুলিয়ার আউকপাড়ার মাসুদ ফুড প্রোডাক্টস এ অভিযান চালায় র্যাব৷
কারখানা মালিক মোঃ মাসুদ আলমের কাছ থেকে এ জরিমানা আদায় করে র্যাব।
এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী করার অপরাধে প্রায় ৪০০ কেজি সেমাই ধ্বংস করা হয় যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রট মোহাম্মদ আনিসুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে র্যাব-৪ সিপিসি-২।
ভেজাল খাদ্য কারখানাগুলোর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
/আরএম