আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় ৩ লাখ জাল টাকাসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ার গাজীরচট এলাকা হতে প্রায় তিন লাখ জাল টাকাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
সোমবার (০৫ জুলাই) র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, ঝালকাঠি জেলার মোঃ জসিম (৩৫) ও আলাউদ্দিন হোসেন হাওলাদার (৩৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (০৪ জুলাই) সন্ধার দিকে আশুলিয়া থানাধীন আমবাগান মধ্যগাজীরচট বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২,৮৩,০০০/- টাকা মুল্যের জালনোট, ২ টি সিল, ২ টি স্ট্যাম্প প্যাড, ১ টি মোটরসাইকেল, ৭ টি মোবাইল এবং নগদ-৯,৪৮০/- টাকাসহ ২ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামীরা পরস্পর যোগসাজোসে ঈদুল আজহা’কে সামনে রেখে জাল নোট তৈরী করে বিভিন্ন মাধ্যমে স্বল্প মূল্যে জাল নোট বিক্রি করে আসছে। গ্রেফতারকৃতরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এই জাল নোটের ব্যবসা পরিচালনা করে থাকে। আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় জাল নোট সংক্রান্ত ৬ টি মামলা রয়েছে বলেও জানায় র্যাব।