আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় ১৪ জুয়াড়ি গ্রেফতার, সাড়ে ৫ লাখ জব্দ
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ারয় জুয়া খেলার নগদ প্রায় সাড়ে ৫ লাখ টাকা সহ ১৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার(১০ জুন) দিবাগত গভীর রাতে আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার মাদ্রাসার রোড সংলগ্ন রাজু মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব ৪।
জুয়ার আসর থেকে ছয় সেট প্লেইং কার্ড (তাস), ১৭ টি মোবাইল ও জুয়া খেলার ৫ লক্ষ ৪৪ হাজার ৬৫০ টাকাসহ ১৪ জুয়ারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আটককৃত জুয়াড়িরা হল- গাইবান্ধার মুসলিম উদ্দিনের ছেলে জয়নুল ইসলাম, আশুলিয়া ধলপুর এলাকার মৃত: সিদ্দিকুর রহমানের ছেলে ইউনুস আলী, নেত্রকোনার জগত চন্দ্র দাসের ছেলে সুভাষ চন্দ্র দাস, আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে আসলাম, মানিকগঞ্জ জেলার মৃত মোকসেদ বেপারীর ছেলে বাসার হোসেন, আশুলিয়া কাঠগড়া এলাকার বাচ্চু মণ্ডলের ছেলে কামরুল হাসান, রংপুর জেলার নুরু মিয়ার ছেলে বাবু মিয়া, ধামরাইয়ের আমতা এলাকার মৃত রইস উদ্দিনের ছেলে কালু মিয়া, বরিশাল জেলার মৃত সেকেন্দার বেপারীর ছেলে মোহাম্মদ মহিউদ্দিন, টাঙ্গাইল জেলার মোহাম্মদ আছর আলীর ছেলে মোহাম্মাদ আব্দুল হামিদ, ময়মনসিংহ জেলার আব্দুস সাত্তার এর ছেলে আব্দুল জলিল, বরিশাল জেলার, ভুতুর দিয়া গ্রামের মৃত মোতালেব হাওলাদারের ছেলে জসীম হাওলাদার, আশুলিয়া থানার পল্লীবিদ্যুৎ উত্তর পাড়া এলাকার আব্দুল আলীর ছেলে মোহাম্মদ জসিম, আশুলিয়া ডেন্ডাবর এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে কাজিম উদ্দিন।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছে বলে জানান সিপিসি-২ র্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খান।
তিনি আরো বলেন তারা নিয়মিত জুয়া খেলতো। তাদের কর্মকান্ড যুব সমাজের জন্য ক্ষতিকর। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
/আরএম