আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (০৭ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।
সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাত করিম জানান, প্রাথমকিভাবে ধারনা নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। রাতের কোন এক সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহতের পরিচয় জানার পাশাপাশি ঘাতক চালক ও গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলছে।