আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় সড়ক ও জনপদের উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ার বাইপাইলে মহাসড়কে অবৈধভাবে সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান-পাঠ ভেঙ্গে দেয়া হয়।
আজ মঙ্গলবার (১৪ মে) সড়ক ও জনপদের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
সড়ক ও জনপদ সূত্রে জানা যায়, বাইপাইলে হাজী সদর আলী শপিং কমপ্লেক্সের সামনে সড়ক ও জনপদের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে ব্যাবসা পরিচালনা করে আসছিল। ম্যাপ অনুযায়ী সরকারি জায়গায় অবৈধভাবে যারা দোকান-পাঠ করে দখল করে আছে তা ভেঙে দেয়া হয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলোর কারনে ব্যস্ত মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এছাড়া আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সাধারন মানুষের ভোগান্তি কমাতে এই উদ্যোগ গ্রহন করা হয়ছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।