আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
‘আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িতরা রাপাপ্লাজার ডাকাতিতেও জড়িত’
ঢাকা অর্থনীতি ডেস্ক: আশুলিয়ার নয়ারহাটে ১৮ স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িতরাই রাজধানীর রাপা প্লাজার ডাকাতিতে জড়িত বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
আজ বুধবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
ডাকাত চক্রটির সাথে তাঁতীবাজার এলাকার কয়েকজন স্বর্ণ ব্যবসায়ী জড়িত বলেও জানানো হয়। গেলো ৫ সেপ্টেম্বর সাভারের আশুলিয়ায় স্বর্ণের দোকান লুট করে ডাকাত দল এর আগে গেলো ফেব্রুয়ারীতে রাপাপ্লাজার তিনটি স্বর্নের দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ লুট করে ডাকাতরা।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর রাতে আশুলিয়ার নয়ারহাটে নৌকা ও সড়ক পথে সশস্ত্র হয়ে ডাকাত দল নিরাপত্তাকর্মী ও দোকানিদের হাত-পা বেঁধে ১৮ স্বর্ণের দোকান লুট করে।
এ ঘটনায় আশুলিয়া থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে এই ঘটনার ৫ দিন পর একি কায়দা ১০ সেপ্টেম্বর নরসিংদী স্বর্ণের বাজারে ডাকাতির প্রস্তুতি কালে পিস্তল ও দেশীয় অস্ত্র হাতে নরসিংদী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয় এই চক্রের ৯ জন।