আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: করোনা মোকাবেলায় আশুলিয়ায় সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি নিজস্ব তহবিল থেকে দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাভার সেনাবাহিনী।
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে সাভার সেনানিবাসের মেজর জাহিদুন নবী চৌধুরীর নেতৃত্বে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার শতাধিক পরিবারের মধ্যে এই ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য চাল, আলু,আটা, ডাল,পেঁয়াজ,তেল, লবন ও সাবান।
এ বিষয়ে মেজর জাহিদুন নবী চৌধুরী জানান, মানবতার সেবায় দুস্থ, অসহায় জনগণের সহযোগিতায় সেনাসদস্যদের ব্যক্তিগত রেশন হতে এই ত্রাণ দেওয়া হচ্ছে। দুস্থ ও অসহায় জনগণের তালিকা ধরে ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছেন সেনা সদস্যরা।
এসময় দুস্থ মানুষের সেবায় স্থানীয় চেয়ারম্যানের প্রসংশাও করেন তিনি। পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখতে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করছেন বলেও জানান মেজর।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম ও ইউপি মেম্বার হারুন মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভিডিও দেখুন: