আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় সুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ‘এজিজ টেক্সটাইল মিলস’ নামে ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় আগুন লাগে।
এসময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং ইউনিট কমান্ডারের ১ টি ইউনিট সহ মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশী হওয়ায় ততক্ষণে গোডাউনে থাকা সুতা তৈরির সমস্ত কাঁচামাল তুলা পুড়ে যায়। পরে তিন ঘন্টার চেষ্টায় ভোর সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
উল্লেখ্য কারখানাটির মালিক বর্তমান সরকারের পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, এমপি (পিরোজপুর-২)।
/আরএম