আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় সাবেক সেনা সদস্যের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাসার লোকজনকে হাত-মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বুধবার ভোর রাতে আশুলিয়ার কুরগাঁও ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় সাবেক সেনা সদস্য মো. শাজাহান বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. শাজাহান মিয়া জানান, বাড়ির জানালার গ্রিল কেটে একজন ভিতরে ঢুকে দুরজা খুলে দেয়। এসময় বাইরে থাকা অন্য ৮ থেকে ১০ ডাকাত ভিতরে ঢুকে দেশী অস্ত্রের মুখে সবাইকে জিম্মী করে ফেলে। হাত-মুখ ও চোখে বেঁধে ফেলা বাড়ির সবার। লকার ভেঙ্গে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৩০ হাজার টাকা লুট করে নেয়। নারীদের গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ডাকাতরা সবাই আন্ডারওয়ার ও মুখে মোকশ পড়া ছিলো।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম।
ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।