আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় সবজি ক্ষেত থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় সবজি ক্ষেত থেকে এক নবজাতককে কন্যাকে উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধার হওয়া শিশুকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ মে) বেলা ১১ টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার বিমানপল্ট্রির পাশে একটি শাক ক্ষেত থেকে নবজাতককে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। প্রাথমিকভাবে কিভাবে ওই এলাকায় নবজাতকটি এলো তার কোন খোঁজ পাওয়া যায় নি।

পুলিশ জানায়, ভাদাইলের শাক ক্ষেতে হালিমা নামের এক নারী নবজাতকটিকে দেখতে পায়। এসময় তিনি এলাকাবাসীকে জানালে আরও ১০ থেকে ১২ জন উপস্থিত হয় ঘটনাস্থলে। সেখান থেকে নারী ও শিশু কেন্দ্রে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে তারা। পরে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ থানায় অবহিত করলে হাসপাতাল পরিদর্শন করে পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ জানান, খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। শিশুটি অসুস্থ্য হওয়ায় হাসপাতালে চিকিৎসা চলছে। সুস্থ্য পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (হাসপাতাল অপারেশন) হারুন ওর রশিদ জানান, প্রথমে নবজাতকটি কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু বাবা মায়ের পরিচয় নিয়ে তারা দ্বিধা-দ্বন্দে পরেন। পরে ভালভাবে জিজ্ঞাসাবাদ করলে সত্য ঘটনা বলেন তারা। এঘটনায় থানা পুলিশকে অবহিত করে আমরা চিকিৎসা শুরু করি। প্রথমে শিশুটি নিওনেটাল ওয়ার্ডে ভর্তি করা হয়। নবজাতকটির শ্বাসকষ্ট রয়েছে, শরীরের তাপমাত্রা কমে যাচ্ছে, পালসও অনেক কম। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close