আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় শিশু ধর্ষন মামলার পলাতক আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি দুলাল’কে (৫৫) জামালপুর জেলার মাদারগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৪।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে (র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন) র্যাব-৪ বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী দুলাল ভুক্তভোগীকে বিস্কুট ও চকলেটের প্রলোভন দেখিয়ে পার্শবর্তী সালাউদ্দিনের বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। পরবর্তীতে ভুক্তভোগীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকাকালে আসামী দুলাল বিগত ৫ মাসে নিয়মিত তার অবস্থান পরিবর্তন করে আসছিল। সে সব সময় দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলকে আত্মগোপনের জন্য বেছে নেয়।
ভুক্তভোগীর বাবা-মা ভুক্তভোগী’সহ আশুলিয়ার চারাবাগ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত। ভুক্তভোগী’র মা একটি গার্মেন্টসে এবং বাবা সাইকেল-রিক্সা মেকানিক হিসেবে কাজ করে। গ্রেফতারকৃত আসামী একই এলাকার একটি গার্মেন্টসে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত। পাশাপাশি বাসায় থাকায় শিশু ভুক্তভোগীর সাথে আসামীর মধ্যে বন্ধুবৎসুলভ সম্পর্ক গড়ে ওঠে।
ঘটনার পরে (৬ অক্টোবর) তারিখে ভুক্তভোগীর মা বাদি হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভোর ৩টা ত্রিশ মিনিটের সময় মির্জাপুরের উত্তরপাড়া নিবাসী মোজা কামারের বাড়ির পেছনের ডোবা (পচা পানির ডোবা) থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ দুলাল’কে (৫৫), জেলা-জামালপুর গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে এর মধ্যে বেশ কয়েকবার অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে গমন করেছেন এবং পালানোর চেষ্টা করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ অপরাধীদের বিরুদ্ধে র্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।
/এন এইচ