আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় রোগীর জিহ্বা কেটে দিল মাদক নিরাময় কেন্দ্র (ভিডিও)

আবদুল কাইয়ূম, নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় চিকিৎসার নামে মাদক আসক্ত সুজন নামে এক রোগীর জিহ্বা কেটে দেয়ার অভিযোগ উঠেছে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এদিকে ভুক্তভোগী রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ( ২৩ মার্চ) বিকেলে আশুলিয়ার শ্রীপুরে নিউ স্বপ্ন মাদক আসক্ত নিরাময় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুজন হোসেন গাজীপুর কাশিমপুর থানার পুবাইলের গ্রামের আফসার প্রধানের ছেলে। সুজন পেশায় রিকসা চালক।

ভুক্তভোগী সুজনের বোন সেতু জানান, গত ২ মার্চ মাদক নিয়াময়ে সুজনকে ভর্তি করা হয়। পরে আজ বিকেলে নিরাময় কেন্দ্রের মালিক রাজীব ও জুবায়ের তাকে ফোন করে জানায়, সুজন আত্নহত্যা করার চেষ্টা করছে। পরে গিয়ে দেখা যায় শ্রীপুরের নিউ স্বপ্ন মাদক আসক্ত নিরাময় কেন্দ্রে সুজনের জিহ্বা কেটে ফেলে হয়েছে। চারজন মিলে তাকে হাতুরি দিয়ে পিটিয়েছে ও জিহ্বা কেটে দেয়।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মাসুদ মন্সী জানান, খবর পেয়ে অভিযুক্ত নিরাময় কেন্দ্রে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পরই পরই তারা পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close