আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় রিক্সা ঠেলে খাদে লরি, বৃদ্ধ রিক্সাচালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় লরি ধাক্কায় এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাস্পাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার(০৮ জুলাই) সকাল ৭ টার কিছু আগে বাইপাইল- আব্দুল্লাহপুর মহাসড়কের জিরাবো বটতলা এলাকায় আমান স্পিনিং মিলসের কাছে এ দূর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহতের নাম মোঃ সাদেক বোর (৬৫)। তার স্থায়ী নিবাস জয়পুরহাট জেলার পাঁচদিঘি থানার আমিরপুর গ্রামে।
পুলিশ জানায়, ঢাকা থেকে লরি আসছিল বাইপাইলের দিকে। এসময় রিক্সাচালক সহ রিক্সাকে ঠেলে নিয়ে পাশের খাদে পড়ে লরিটি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) কায়সার হামিদ বলেন, আমরা খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। খাদের পাশেই এখনো পড়ে আছে লরিটি। রিক্সা প্রায় দুমড়ে মুচড়ে গেছে। লরির চালক কিংবা সহযোগী কাউকেই আমরা পাইনি। নিহতের লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সরেজমিনে দেখা যায়, লরির সামনে ‘মেসার্স এম এস এস ক্যারিয়ার সার্ভিসে’র নাম লেখা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে লরিটি রুপপুর পারমাণবিক প্রকল্পের কাজে নিয়োজিত ছিল।
/আরএম