আশুলিয়াস্থানীয় সংবাদ

আশুলিয়ায় ময়লার স্তুব থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় ডাস্টবিন থেকে অজ্ঞাত অবস্থায় নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (০২ আগস্ট) রাত ৮ টার দিকে আশুলিয়ার ঘোষবাগের সোনিয়া মার্কেট এলাকার রিপন সিকদারের বাড়ির পিছনের ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

স্থানীয় নুর মোহাম্মদ বলেন, রাত ৮ টার দিকে আমার চাচা রিপন সিকদারের বাড়ির পিছনের ডাস্টবিনে শিশুর কান্না শুনতে পাই। পরে বাড়ির পিছনে গিয়ে একটি জীবিত পুত্র নবজাতকে দেখতে পাই। এসময় নবজাতকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন-অর-রশিদ বলেন, রাত সাড়ে ৮ টার দিকে একটি নবজাতককে হাসপাতালে আনেন স্থানীয়রা। নবজাতকটি সদ্য ভূমিষ্ট বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, আমরা খবর পেয়ে নবজাতকের খোঁজ খবর নিয়েছি। বর্তমানে শিশুটি সুস্থ আছে। নবজাতকটি নুর মোহাম্মদ ও রিপন সিকদারের জিম্মায় রয়েছে। আগামীকাল উপজেলা সমাজসেবা বিভাগ বিষয়টি দেখবেন।

Related Articles

Leave a Reply

Získejte ty nejlepší tipy a triky pro záhradu, kulinářství a užitečné články přímo na našem webu. Naučte se nové recepty, jak využít ingredience z vaší zahrady a zlepšete své dovednosti v kuchyni. Navštivte nás pravidelně a objevte nové informace, které vám pomohou v každodenním životě. Nehoda jeřábem vážně poškodila autobus v Praze Oteplení po chladném začátku týdne v Získejte nejlepší tipy a triky pro každodenní život, včetně kuchařství a užitečných článků o zahradničení na našem webu. Naučte se, jak dělat věci jednoduše a efektivně a objevte nové způsoby, jak využít svůj čas a zdroje. Buďte inspirativní a kreativní s našimi nápady pro vylepšení vašeho každodenního života.
Close
Close