আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় মোহনা টিভির বর্ষপূর্তি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো ‘বাংলার প্রতিচ্ছবি’ খ্যাত জনপ্রিয় মোহনা টিভি ১০ বছর পূর্তি।
সোমবার ( ১১ নভেম্বর) সকালে আশুলিয়া প্রেসক্লাবের হলরুমে মোহনা টিভির আশুলিয়া প্রতিনিধি লাইজু আহম্মেদ চৌধুরী ও দর্শক ফোরামে আয়োজনে এক আলোচনা সভা শেষে কেক কেটে এই বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনায় অতিথিরা মোহনা টিভির জনপ্রিয়তার নানা দিক তুলে ধরে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়ার থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ, ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক রেফাত উল্লাহ ও প্রেসক্লাবের সভাপতি শহিদুল্লাহ মুন্সী সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।