আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। চিহৃিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবীও করেন তারা।
শনিবার সকালে আশুলিয়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করে পাথালিয়া ইউনিয়নের এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী জানান, পাথালিয়ার নিরিবিলি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বিল্লাল ও জুলেখা রানী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় এসব মাদক ব্যবসায়ীরা বিভিন্নভাবে তাদের হুমকি দিয়ে আসছে। এসব মাদক ব্যবসা এছাড়া মাদক বিরোধী আন্দোলনে অংশ নেয়া কয়েকজনের নামে হয়রানীমুলক মিথ্যা মামলা দায়ের করেছে এসব মাদক ব্যাবসায়ীর পরিবার।
এসময় এলাকাবাসী এসব মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রসঙ্গত, সম্প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে গ্রামবাসীরা।