আশুলিয়াস্থানীয় সংবাদ

আশুলিয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠানো হয়েছে।

সোমবার দুপুর ১২ টার আশুলিয়ার দক্ষিণ কবিবপুর এলাকায় কামারবান বিল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলেন, বিলে কচুরিপানা সরাতে গিয়ে একজন লাশটি দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হলে তারা মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল রাশিদ বলেন, নিহতের পরনে কোন জামা কাপড় ছিলো না। দেখে মনে হয়েছে, মরদেহটি ৪ থেকে ৫ দিন আগের । প্রাথমিকভাবে ধারনা, এটি হত্যাকান্ডের ঘটনা। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হলে হত্যার কারন সম্পর্কে জানা যাবে।

এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close