আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় বাস চাপায় রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে এক রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া রিকশাটি পুলিশ উদ্ধার করলেও আটক করতে পারেনি ঘাতক বাসটি।মঙ্গলবার(৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকার এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক আনছার আলী (৪০) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রাধাবাড়ি গ্রামের বাসিন্দা। সে আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-আরিচা মহাসড়কে ব্যাটারিচালিত ওই রিকশাটি ডিভাইডার দিয়ে সড়ক পার হওয়ার চেষ্টা করছিলো। এসময় নবীনগর থেকে ঢাকাগামী একটি বেপরোয়া গতির বাস রিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ওই রিকশাচালকের মাথা বাসের চাকায় পিষ্ট হলে সে ঘটনাস্থলেই মারা যায়। একই সাথে রিকশাটিও দুমড়ে-মুচড়ে যায়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ ও দুর্ঘটনকবলিত রিকশাটি উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হেল বাকী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রিকশাচালকের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সাথে ঘাতক বাসটিও সনাক্তের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

/এন এইচ


Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-filters.php on line 320

Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-filters.php on line 320

Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/functions/media-functions.php on line 72

Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-filters.php on line 320

Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/functions/media-functions.php on line 72

Related Articles

Leave a Reply

Close
Close