আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় বন্দুক যুদ্ধে ডাকাত নিহত; পিস্তল-গুলি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: সাভারে আশুলিয়ায় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশের দাবি, ডাকাতরা নিজেদের দুই গ্রুপের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে এই ডাকাত মারা যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার দিবাগত (১১ জুন) রাত ২টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মিরাজ হোসেন জানান, আশুলিয়ার মরাগাঙ্গ এলাকা থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়েছে। ময়না তদেন্তর জন্য পাঠানো হবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, ডাকাতের দুই দলের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক ডাকাত মৃত অবস্থায় উদ্ধার করে। তবে এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।