আশুলিয়াপ্রধান শিরোনাম

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

আব্দুল কাইয়ুম,নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ৮ মাসের বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করছে ভুক্তভোগী শ্রমিকরা।

সোমবার ( ০৭ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকার আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করছে ডিইপিজেড এর এ ওয়ান বিডি কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গত জানুয়ারি মাস থেকে আমরা আমাদের ঘর ভাড়া, দোকান বাকি ও পরিশোধ করতে পারছি না। আমরা তখন তিন মাসের বেতন পেতাম। তারা আমাদের আইনগত পাওনাদি পরিশোধ করে কারখানা বন্ধ করে দেয়। কয়েক মাস পরে তারা দুই মাসের বেতন ধরে ২০ থেকে ২৫ হাজার টাকা করে শ্রমিকদের প্রদান করে। যা আইনগত ছিল না। তখন থেকে ৮ মাস ধরে আমরা চাকরিহারা। এই ৮ মাসের বেতনই আমরা দাবি করছি।

ডিইপিজেড কর্তৃপক্ষ জানান, শ্রমিকদের বকেয়া বেতনসহ পাওনাদি বুঝিয়ে দিতে এ ওয়ান কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত এই সমস্যা সমাধান করা হবে।

Related Articles

Leave a Reply

Close
Close