আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় ফেনসিডিলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় অভিনব কৌশলে ট্রাকে করে পাচারকালে ৬৯২ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শনিবার (১২ ডিসেম্বর) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার খান মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-ট্রাক চালক চাপাইনবয়াবগঞ্জ জেলা সদরের নিমগাছি গ্রামের নজরুল ইসলামের ছেলে নাসিরুল হক (৩৩)। অপরজন একই জেলার নয়াগোলা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে তোহুরুল ইসলাম (৪৩)। তিনি চালকের সহকারী ছিলেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, চাপাইনবয়াবগঞ্জ থেকে আসা একটি ট্রাকে ফেনসিডিল রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় আশুলিয়ার বাইপাইল থেকে দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চালকের আসনের পিছনে লুকিয়ে রাখা ৬৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-১ এর কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়েরের পর তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১ এর অফিসার ও ফোর্স এসআই ইজারত হোসেন জানান, ৩টি বস্তাতে ২০০ বোতল করে ও আলাদা একটি বস্তায় ৯২ বোতল ঢাকায় পাচার করছিলো। তারা দীর্ঘদিন ধরে চাপাইনবয়াবগঞ্জ থেকে ঢাকার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close