আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় প্রবাসীর স্ত্রী মারুফা হত্যাকারী হাসানকে রাঙ্গামাটিতে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী গৃহবধু মারুফা বেগম (২৮) হত্যাকান্ডের ঘটনায় মুল আসামী হাসান হাওলাদার (২২) কে গ্রেফতার করেছে র্যাব-১।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ অফিসার) নোমান আহমদ। এর আগে আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার লংগদু থানার ভাই-বোন ছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ হাসান হাওলাদার বরগুনা জেলার পাথরঘাটা থানার রায়হানপুর গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে। তিনি নিহতের মামাতো দেবর বলে জানা গেছে।
র্যাব জানায়, গত ৭ ডিসেম্বর আশুলিয়ার নরসিংহপুরের অন্ধ কলোনী এলাকার মাধন চন্দ্র সরকারের বাড়িতে মারুফা বেগমকে গলা টিপে হত্যা করে হাসান হাওলাদার। পরে মারুফাকে খাটের ওপর রেখে পালিয়ে যায়। এঘটনায় নিহতের চাচা মোঃ হেমায়েত হোসেন (৪০) বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় র্যাব-১ ছায়া তদন্ত শুরু। এরই ধারাবাহিকতায় আজ গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার লংগদু থানার ভাই-বোন ছড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এসময় আসামী মোঃ হাসান হাওলাদারকে আটক গ্রেফতার করে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত মারুফা বেগম কুয়েক প্রবাসীর স্ত্রী ও পেশায় গার্মেন্টস কর্মী। তিনি আশুলিয়ার নরসিংহপুরের অন্ধ কলোনী এলাকার মাধন চন্দ্র সরকারের বাড়িতে ছেলে ফাহিম (৬)’কে নিয়ে ভাড়া থাকতেন। গ্রেফতার মোঃ হাসান হাওলাদার সম্পর্কে তার মামাতো দেবর হিসেবে প্রায়ই যাতায়াত করতেন। গত ১ বছর ধরে তাদের শারিরীক সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে গত ৭ ডিসেম্বর রাতে মোঃ হাসান হাওলাদার মারুফার বাসায় আসলে তাকে বিয়ে করতে বলেন। এ নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। পরে রাত ১ টার দিকে ছেলে ঘুমিয়ে পড়লে হাসান মারুফার গলা টিপে হত্যা করে লাশ খাটের উপর ফেলে পালিয়ে যায়।
র্যাব ১ এর সহকারী পুলিশ সুপার ওসহকারী পরিচালক (অপস্ অফিসার) নোমান আহমদ জানান, গ্রেফতার আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।