আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় পৃথক ঘটনায় গ্যাস বিস্ফোরণে ২ জনের মৃত্যু (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় পৃথক ঘটনায় গ্যাস বিস্ফোরণে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিযা থানা পুলিশ।
রোববার (১২জুলাই) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় তারা দুইজন মারা যান।
গত ৪ জুলাই আশুলিয়ার পানদোয়ায় এলাকার আবদুস সালামের মালিকানীন বাড়িতে গ্যাস লিকেজের বিস্ফোরণে সাইফুল ইসলাম নামে এক মেডিকেল টেকনোলস্টি দগ্ধ হয়ে এই হাসপাতালে ভর্তি হন। পরে আজ সকালে তার মৃত্যু হয়। অপরদিকে আজ ভোর রাতে আশুলিায়ার ধনাইট এলাকার ইউসুফ মার্কেট সংলগ্ন এলাকায় ইয়ার বক্সের মালিকানাধীন বাড়িতে সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পোশাক শ্রমিক মমিনুল ইসলাম। তার গ্রামের বাড়ি রংপুর জেলায়।
আশুলিয়া থানার এস আই আল মামুন কবির স্বজনদের বরাত দিয়ে জানান, গত ৪ জুলাই সাইফুল ইসলাম রাতে মশার কয়েল জ্বালাতে গিয়ে লিকেজ হওয়া গ্যাসে বিস্ফোরণ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অপরদিকে আজ ভোরে আগুন জ্বালাতে গিয়ে সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস বিস্ফারণ ঘটে মমিনুল গদ্ধহন।
এ বিষয়ে শাহবাগ থানার এস আই গোলাম রসূল জানান, হাসপাতালের তথ্যের ভিত্তিতে দগ্ধ হয়ে মারা দুইজনের সুরহাতাল করা হয়েছে। তারা অগ্নিকান্ডে দগ্ধ হয়ে এখানে ভর্তি ছিলেন।
ভিডিও দেখুন: