আশুলিয়াস্থানীয় সংবাদ

আশুলিয়ায় পিকআপভ্যানের চাঁপায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ার নিশ্চিতপুরে এলাকায় পিকআপভ্যানের চাঁপায় মিজানুর রহমান মিজান (৫৫) এক পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনায় পিকআপভ্যানের চালক পালিয়ে গেলেও ভ্যানি জব্দ করেছে পুলিশ।

শনিবার রাতে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশ্চিন্তপুর ইটখোলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান রাজশাহীর বাঘমারা থানাধীন শ্রীপতিপাড়া এলাকার মৃত নীল চাঁনের ছেলে। তিনি স্থানীয় আলট্রা কোম্পানীতে চাকুরী করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে আশুলিয়ার ইটখোলা এলাকায় দ্রুতগতির পিকআপভ্যান (নং ঢাকা মেট্রো ন- ১৭-৩৭৮১) পথচারী মিজানকে চাঁপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান।পরে রাত ১১টার দিকে হাসপাতাল থেকে আশুলিয়া থানায় অবহিত করেন আহত ব্যক্তি মারা গেছেন।

এদিকে, ওই পথচারীকে চাঁপা দিয়ে পিকআপভ্যান ঘোষবাগ এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা অপর একটি কাভারভ্যানে ধাক্কা দেয়। এসময় এর চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাতায় তথ্য সেবা ৯৯৯ ফোন করে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close