আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় পারিবারিক কলহের জের;দম্পতির আত্মহত্যা

আব্দুল কাইয়ুম,নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় ভাড়া বাসার নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে পারভেজ মিয়া(২৬) ও সাদিয়া আক্তার(২৩) নামে এক দম্পত্তি। মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । প্রাথমিকভাবে তাদের ধারনা করা হচ্ছে পারিবারিক কোন কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে।

শুক্রবার ( ২৫অক্টোবর) সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার রাইফুর ইসলাম আকাশ নামে এক ব্যক্তির ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুস সালাম জানায়, স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক পারভেজ মিয়া তার স্ত্রী ও মাকে নিয়ে ওই বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে পারভেজ ও স্ত্রী সাদিয়া তাদের কক্ষের দরজা না খুললে প্রথমে ডাকাডাকি করেন পারভেজের মা। এসময় তাদের কোন সাড়াশব্দ পাওয়া না গেলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ তাদের কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ দুটি উদ্ধার করে।

এই ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/একে

Related Articles

Leave a Reply

Close
Close