আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান; ৫টি ইটভাটাকে জরিমানা ২২ লাখ
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা ৫ টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলোর বেশিরভাগ অংশ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার মরাগাং এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
অভিযানে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
পরিবেশ অধিদফতর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আশুলিয়ায় বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় দীর্ঘদিন ধরে ইট পোড়ানো হচ্ছে। পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে আজ এসব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। আজ ২২ লাখ টাকা জরিমানা সহ ৫টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
আশুলিয়ার সুরমা ব্রিকসকে ৬ লাখ টাকা, আলী আশরাফ ব্রিকস(AAB)কে ৬ লাখ সহ আরও দুটি ইটভাটাকে ৫ লাখ করে মোট ২২ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া রাজু ব্রিকসকে পুরোপুরি ভেঙ্গে দেয়া হয়েছে। তাদের(রাজু ব্রিকস) কোন জরিমানা করা হয়নি।