আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় পরিত্যক্ত পিকআপসহ ৩ টি গরু উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ার সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপসহ ৩ টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগ শাখা সড়ক থেকে উদ্ধার করা হয়। গরুগুলোর প্রকৃত মালিক না পাওয়া পর্যন্ত স্থানীয় কোন খামারে রাখার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে সকালে ঘটনাস্থল থেকে একটি ছোট পিকআপসহ ৩ টি গরু উদ্ধার করা হয়। গরুগুলো পা বাঁধা অবস্থায় ছিল। ঘটনাস্থলে অনেক খোঁজাখুজি করেও কোন মালিকের খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মিলন ফকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি এগুলো চোরাই গরু। চোর চক্রটি হয়তো কোথাও থেকে চুরি করে নেয়ার সময় ধরার পড়ার ভয়ে রেখে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত মলিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অপরাধীদের আটকের অভিযানও অব্যাহত আছে।