আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় নিখোঁজের পর কিশোরের গলিত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ নিখোঁজের ১৪ দিনপর আশুলিয়ায় সজীব শেখ নামে এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় নবীনগরের বনলতা হাউজিং এলাকায় পুকুরে পাড় থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত সজীব শেখ গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার মায়েশ শেখের ছেলে। বর্তমানে আশুলিয়ার নবীনগরে একটি ঘড়ির দোকান কাজ করতো।

পরিবার সূত্র জানা যায়, নিহত সজীব নবীনগর ফুটপাত এলাকায় ঘড়ি বিক্রি করতো। পরে ঈদের আগে ১জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ নিয়ে ৪জুন পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে আজ শুক্রবার (১৩জুন) নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। নিহতের দেহ দেখে মনে হচ্ছে বেশকিছু দিন আগে এ হত্যাকান্ড হয়েছে। তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায়  হত্যা মামলা দায়ের করেছেন।

 

Related Articles

Leave a Reply

Close
Close