আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় নারীকে শ্বাসরোধ করে হত্যা, ফোন করে খবর জানালো হত্যাকারী
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় রত্না আক্তার (২১) নামে এক নারী পোশাক শ্রমিকে শ্বাসরোধ করে হত্যা করেছে কথিত ভাই। হত্যাকারী কথিত ভাই (রত্নার) নিজেই ফোন করে নিহতের স্বজনদের তথ্য দেয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১৭ জুন) রাত প্রায় ১১ টার দিকে আশুলিয়ার জামগড়ার বেরন এলাকার বাবুল মিয়ার মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে নিহত রত্না আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকারী নিজেকে রত্নার ভাই পরিচয় দিয়ে মাঝে মধ্যে এই বাসায় বেড়াতে আসতো।
নিহত রত্না আক্তার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হলুদিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা। আশুলিয়ার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আল মামুন কবির নিহতের স্বজনের বরাত দিয়ে জানান, মূলত হত্যাকান্ডের ঘটনাটি গতকাল মঙ্গলবার (১৬ জুন) রাতে ঘটেছে। হত্যাকারী নিজেই রত্নার আপন ভাইকে ফোনে জানায়, সে রত্নাকে হত্যা করে ফেলে গেছে। পরে বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করলে ঘরের তালা ভেঙ্গে রত্না আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সুরতালে ধারনা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পাশাপাশি তদন্তের স্বার্থে কথিত ভাইয়ের তথ্য দিতে অপারগত জানান এই কর্মকর্তা।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
/আরএম