আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় দেয়াল ধ্বসে পথচারী শিশু নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ার জিরানীবাজার এলাকায় একটি পুরোনো বাড়ি ভাঙ্গতে গিয়ে দেয়াল ধ্বসে পথচারী এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন পথচারী।

মঙ্গলবার দুপুরে জিরানীবাজার এলাকার হাজী আলী হোসেনের মালিকানাধীন টিন সেড বাড়িটি ভাঙ্গার সময় এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।

নিহত হ্যাপী আক্তার মিনা (১৩) কুষ্টিয়া জেলার পূর্ব রাতুলপাড়া এলাকার হাবিবুর রহমানের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। আহতরা হলেন- ঠাকুরগাওয়ের আলম, আশুলিয়ার টেঙ্গুরি এলাকার সাজ্জাদ ও নিহত মিনার মা রেখা আক্তার।

আশুলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুপুরে দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কাজ শুরু করে। এসময় ঘটনাস্থল থেকে দেয়াল চাপা পরে নিহত শিশু মিনার মরদেহ উদ্ধার করা হয় এবং আহত তিন জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Тест на Rychlý IQ test: houbu v lese najdete do 5 Ve hře Hádanku každý pátý vyřeší: Najděte 'divokou' chybu v místnosti za 5 sekund: jednoduchý IQ Chyba na obraze: najděte ji
Close
Close