আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় দুই মাদক কারবারী আটক, ফেন্সিডিল জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে কোডিন সমৃদ্ধ কথিত ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪।

সোমবার (২৬ এপ্রিল) সকালে ৮ টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকার ফিনিক্স কোয়ার্টার মোড় দক্ষিন পাশে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের আটক করে র‌্যাব-৪।

গ্রেফতাররা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যম বাসিদেবপুর গ্রামের মোঃ ওয়াহেদ আলী মন্ডলের ছেলে ফারুক (৪২) ও বহুড়া জেলার ধুপচাচিয়া থানার মহলদারপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মোঃ ইদ্রিস আলী (৪৩)। তিনি ট্রাকের চালক ছিলেন।

র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব-৪ এর একটি দল। এসময় তল্লশী চৌকি দেখে গাড়ি রেখে পালানোর চেষ্টা করে আসামিরা। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে পালানোর কারন বলতে পারে নি। ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ফেনসিডিল বহনের কথা স্বীকার করে। পরে ট্রাক থেকে ২৯২ বোতল কোডিন সমৃদ্ধ মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য পাঁচ লক্ষ চুরাশি হাজার টাকা। পরে তাদের গ্রেফতার করে মামলা দায়েরের পর আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। এসময় কাগজপত্রবিহীন কার্গোটি জব্দ করা হয়।

র‌্যাব জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে ও আশুলিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের ৪ এর এসআই মোহাম্মদ মাসুদ রানা বলেন, গ্রেফতারকৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close