আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় দুই ভুয়া পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক:  আশুলিয়ায় দুই ভুয়া পুলিশ আটক করে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার  ( ২১ আক্টোবর) সকালে আশুলিয়ার ভাদাইল দক্ষিণ পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার হাবিব হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার ও অপরজন ফরিদপুরের নগরকান্দা থানার বাগবাড়ি গ্রামের শেখ শাহ আলমের ছেলে মো. শিপন। বর্তমানে তারা আশুলিয়ার পলাশবাড়িতে বসবাস করে আসছে।

আশুলিয়া থানার এস আই সৈয়দ মেহেদী হাসান জানান, ভাদাইল এলাকার স্থানীয় ব্যক্তি সাইজুউদ্দিনকে পুলিশ পরিচয় দিয়ে হুমকি ধামকি দিয়ে টাকা চায় দুইজন। তাদের গতিবধি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেন তিনি। তারপর ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়। তারা পুলিশ পরিচয়ে বিভিন্ন প্রতারণা করে আসছিলো।

Related Articles

Leave a Reply

Close
Close