আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় দারুল ইহ্সান মাদরাসায় নতুন হাফেযদের সম্মাননা
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় তাহফিজুল কুরআনিল কারিম (স্নাতক) মাদরাসায় নতুন হাফেজদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করে মাদরাসাটির হিফজ ও সাংস্কৃতিক শাখা।
বুধবার (৩০ মার্চ) সন্ধায় আশুলিয়ার শ্রীপুরে মাদরাসার নিজস্ব ক্যাম্পাসের হলরুমে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এ প্রতিযোগীতায় মোট ৩৭ জন প্রতিযোগি ছিল।
প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এসময় হিফজুল কোরআন প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে ৬ জন হাফেজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া পরিপূর্ণ হাফেজবৃন্দ হলেন, নাকিব আব্দুল মুয়িজ, মো. মিসবাহউল, মো. নিয়াজ আহমদ, আব্দুস সামাদ, আব্দুল্লাহ আন সামী, মো. আবিদুর রহমান।
মুফতি দিলাওয়ার বিন গাজীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মোমেন। মো. মাহবুব উল আলম, সেক্রটোরি, দারুল ইহসান ট্রাস্ট। অধ্যাপক হেলাল আহমেদ, ট্রাস্টি, দারুল ইহসান ট্রাস্ট। মো.মারুফ হোসেন (মুকুল), ট্রাস্টি, দারুল ইহসান ট্রাস্ট। এ্যাডভোকেট মো. আব্দুল বাতেন ভুঁইয়া, স্টেট অফিসার, দারুল ইহসান ট্রাস্ট। আরোও উপস্থিত ছিলেন লায়ন মো. ইমাম হোসেন।