আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় তুরাগ নদী থেকে ৩ ড্রেজার জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় তুরাগ নদীর সৌন্দর্য নষ্ট করার অভিযোগে তিনটি ড্রেজার জব্দ করেছে আশুলিয়া নৌ পুলিশ।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শরীফ উদ্দিন নেয়াজী।

এর আগে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সাভারের কাউন্দিয়া ও আশুলিয়ার মড়াগাং এলাকার তুরাগ নদীতে অভিযান চালিয়ে ড্রেজার গুলি জব্দ করা হয়।

নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ড্রেজার গুলি জব্দ করা হয়েছে। কিছু অসাধু ব্যক্তি বেশ কিছুদিন ধরে তুরাগ নদী ব্যবহার করে অবৈধভাবে এক বলগেড থেকে অন্য বলগেডে বালু ভরাট করে আসছে। পরে অভিযান চালিয়ে ড্রেজার গুলি জব্দ করা হয়।

আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শরীফ উদ্দিন নেয়াজী বলেন, নদীর সৌন্দর্য বিনষ্টকারী ড্রেজারের মালিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে কেউ নদী দখল করে বালুর ব্যবসা পরিচালনা করলর কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close