আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় টিয়া ও মুনিয়া পাখি উদ্ধার, আটক ৪
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়া থেকে ৭শ টিয়া ও মুনিয়া পাখি সহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে আটককৃতদের ১ বছর করে কারাদন্ড দেয়া হয় এবং পাখিগুলো ঢাকার কার্জন হল এলাকায় অবমুক্ত করা হয়।
শুক্রবার ভোরে আশুলিয়ার জিরাবো ইটাখোলা থেকে পাখিসহ ওই ৪ ব্যক্তিকে আটক করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, আশুলিয়ার জিরাবো ইটাখোলা এলাকায় একটি অসাধু চক্র বিক্রির উদ্দেশ্যে পাখিগুলো গতকাল রাতে নিয়ে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোর রাতে পাখিসহ চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। পরে তাদের নিয়ে রাজধানীর কার্জন হল এলাকায় গিয়ে পাখিগুলো সেখানে অবমুক্ত করা হয়। একই সাথে চক্রের ৪ সদস্যকে ১ বছর করে কারাদন্ড দেয়া হয়।
/এন এইচ