আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় জুয়ার টাকাসহ ১২ জুয়ারী আটক
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১২ পেশাদার জুয়ারীকে আটক করেছে র্যাব-৪। এ ঘটনায় জুয়া খেলার কার্ড (তাস), মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এ এইচ আদনান তফাদার এর নেতৃত্বে আশুলিয়ার চিত্রশাইল কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলেন, মোঃ মোতালেব হোসেনের ছেলে জাহিদ হোসেন (৩২), মোঃ আনার খার ছেলে মোঃ সোনা মিয়া (৩৫), মৃত মনির উদ্দিন শেখের ছেলে রেজাউল শেখ (৪২), মৃত শামছুল হকের ছেলে মোঃ উজ্জল (২৮), আব্দুল হকের ছেলে আবু তাহের (২৬), মৃত মহসিন মল্লিকের ছেলে নবাব (২৮), মৃত আব্দুল মন্ডলের ছেলে মোঃ আশরাফুল (৩৫), মোঃ সৈয়দ আলীর ছেলে ফজলুর রহমান (৩৯), মৃত হাফিজুর রহমানের ছেলে রাসেল (২৭), মোঃ ওহিদুজ্জামানের ছেলে নাঈম ইসলাম (২৬), মোঃ বেল্লাল হোসেনের ছেলে নাজিম উদ্দিন (১৮), মোঃ দছি শেখের ছেলে ফরিদ হোসেন (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জুয়ারীকে হাতে নাতে আটক করা হয়। এসময় নগদ ২২ হাজার ৯৭০ টাকা, খেলার কার্ড সেট ৩ টি ও ১৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এ এইচ আদনান তফাদার বলেন, আটকরা নিয়মিত জুয়া খেলার কথা স্বীকার করেছে। তারা নিয়মিত জুয়া খেলে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে
/এন এইচ