আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, গুরুতর দগ্ধ এক (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ার বাইপাইলে একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় দগ্ধ একজনকে ঢাকা মেডিক্যালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাইপাইলে গোল্ডেন ইউনিউন নামে জুতার কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে।
ফায়ার স্টেশন জোন-৪ এর কমান্ডার আব্দুল আলিম জানান, ৪ তলা ভবনটির ২ ও ৩ তলা নিয়ে অবস্থিত কারখানার ২য় তলায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ২টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যোগ দেয়। বেলা ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিক ভাবে জানা যায় নি বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে এ ঘটনায় বাবু নামে একজন গুরুতর দগ্ধ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় হাবিব হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসনাত সায়েদুল ইসলাম।
এছাড়া এ ঘটনায় আহত ৩ জন হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার নন্দলালপুর গ্রামের মো. রাকিবুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১৬), শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার ঢাকের হাটি গ্রামের ওয়াজেদ আলির মেয়ে সাথী আক্তার (১৭), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গজারিয়া গ্রামের কফিল উদ্দিনের মেয়ে কহিনূর (১৯)। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।