আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় জমি বিরোধের জেরে দোকানপাট ভাংচুর
নিজস্ব প্রতিবেদকঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আশুলিয়ায় একটি মার্কেটের ১৪ টি দোকানপাট ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২১ আগস্ট) ভোর রাতে আশুলিয়ার ঘোড়াপির মাজার এলাকায় এঘটনা ঘটে।
দোকানপাট ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও র্যাব ৪ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর গণস্বাস্থ্য কেন্দ্রের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির আহমেদ ঘোড়াপির মাজার এলাকায় ১৫ শতাংশ জমিতে একটি মার্কেট করে ৩০টি দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলো। ওই জায়গা নিজেদের দাবি করে ভোররাতে গণস্বাস্থ্য কেন্দ্র ভেকু দিয়ে ওই মার্কেটের ১৪ টি দোকান ও একটি হোটেলে ভাংচুর করে। এসময় দোকানের মালামাল ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এবিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।