আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় জঙ্গলে মিলল তরুণীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় একটি পরিত্যক্ত নির্মাণাধীন বাড়ির ভেতরের জঙ্গলে অজ্ঞাত এক নারীর লাশ খুঁজে পেয়েছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে নারীর পরিচয় সনাক্ত করতে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৮ টার দিকে আশুলিয়ার নলামে গণ বিশ্ববিদ্যালয়ের পেছনে ফুলেরটেক এলাকায় আশিক নামে এক ব্যক্তির মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির পাশে জঙ্গলে মরদেহের খোঁজ পাওয়া যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পুলিশকে খবর দেয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য শফি উদ্দিন বলেন, আমাকে এলাকাবাসী জানায় গণ বিশ্ববিদ্যালয়ের পেছনে নাকি গন্ধ বের হচ্ছে, লাশ থাকতে পারে। আমি ছুটে আসি, কয়েক জন মিলে দূর্গন্ধের কারন খুঁজতে গিয়ে লাশ দেখতে পাই। পরে পুলিশকে জানাই। আমরা যতদূর জানি দীর্ঘদিন এই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পরে আছে। এ বিষয়ে

আশুলিয়া থানার এস আই মো. আব্দুস সবুর খান বলেন, নারীর মুখ ওড়না দিয়ে বাঁধা এবং শরীরের নিচের অংশ চাঁদর দিয়ে ঢাকা। প্রায় অর্ধনগ্ন অবস্থা পড়ে ছিল মরদেহ। নিহতের মুখে ও পায়ে আঘাতের চিহ্ন আছে। লাশের পরিচয় সনাক্ত হলে হত্যাকান্ডের রহস্য বেরিয়ে আসবে।

Related Articles

Leave a Reply

Close
Close