আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় চিহিৃত পরিবহন চাঁদাবাজ সেই মিন্টু আবারও গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার বিভিন্ন বাসে চাঁদাবাজির অভিযোগে চিহিৃত চাঁদাবাজ মিন্টু আরও গ্রেপ্তার করা হয়েছে। এরআগেও পরিবহনে চাঁদাবাজির তার বিরুদ্ধে মামলা রয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে বাসে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। পরে তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হলো- আশুলিয়ার ডেন্ডাবরের আব্দুল মালেকের ছেলে মো. মিন্টু(৩০)।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এস আই বিলায়েত হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে পরিবহনে চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে কঠোর অবস্থান নেয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী বাসসহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করছে এমন ব্যক্তিদের চিহিৃত করে গ্রেপ্তার হচ্ছে। তারি ধারাবাহিকতায় আজ সকালে গোপনে অবস্থান নিয়ে মিন্টু কে আটক করতে সক্ষম হই। বাকীরা পালিয়ে যায়। মিন্টু ও সহযোগীরা মুলত আঞ্চলিক বাস ওয়েলকাম ও মৌমিতায় চাঁদাবাজি করে আসছিল। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, এরআগে গত ২ জানুয়ারী আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে বাস আটকিয়ে চালক ও স্টাফকে মারধর, চাঁদাবাজি ও জোড়পূর্বক টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় শতাব্দী পরিবনের মালিক স্বপনের অভিযোগের ভিত্তিতে মিন্টুসহ দুইজন আটক করেছিল পুলিশ। পরে মামলা দায়ের করা হয়। সেই মামলাও চলমান রয়েছে।