আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক:সাভারের আশুলিয়ায় একটি ভাংগারী মালের গোডাউন এ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রবিবার (২৪ এপ্রিল) রাত ১১ টার দিকে আশুলিয়ার বাইপাইলের বগাবাড়ি এলাকার আমিনুল ইসলাম ও শহীদ নামের দুই ব্যক্তির গোডাউনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ডিইপিজেডের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মোট ৪ টি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঢাকা অর্থনীতিকে বলেন, ওই গোডাউনে ভাংগারী মালামাল রাখা হতো। পাশাপাশি প্লাস্টিকের বস্তা রাখার কারণে আগুনের তীব্রতা বেশি হয়। এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

/একে

Related Articles

Leave a Reply

Close
Close