আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় গরম পানিতে দগ্ধ কারখানার ৩ শ্রমিক

আব্দুল কাইয়ুম, নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় একটি সূতা তৈরি কারখানার ডাইং মেশিনের গরম পানিতে ৩ জন শ্রমিক দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে ইস্ট ওয়েস্ট মেডিকেল পাঠানো হয়েছে।

রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে জামগড়া এলাকার ওয়ান থ্রেড অ্যান্ড এক্সেসরিজ বিডি লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আশুলিয়ার রশিদ মার্কেট এলাকার মোঃ হেলাল (৩০), নেত্রকোনা জেলার বাসিন্দা শ্রী রঞ্জন (২৩) ও বগুড়া জেলার লিমন (২৪)। তারা সবাই ডাইং অপরারেটর। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা আকতারুল ইসলাম জানায়, ওই কারখানায় সুতা ডাইং মেশিনের মাধ্যমে বিভিন্ন কালারের রূপান্তর করা হয়। আজ সাড়ে ৫ টার দিকে সুতা রংয়ের কাজ চলছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেলে দগ্ধ শ্রমিকরা ডাইং মেশিনের মুখ খোলেন। এসময় বিদ্যুৎ চলে আসলে হঠাৎ ডাইং মেশিনের গরম পানি তাদের পুরো শরীরে ছিটকে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে রাজধানীর উত্তরার ইস্টওয়েস্ট হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কত শতাংশ পুড়ে গেছে তা এখনও জানা যায় নি।

Related Articles

Leave a Reply

Close
Close