আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় গণধোলাইয়ে নিহত ছিনতাইতারীর পরিচয় সনাক্ত
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় যাত্রী বেশে বাসের ভেতর ছিনতাইকারী সন্দেহে গণধোলাইয়র নিহত যুবকের পরিচয় মিলেছে।
মঙ্গলবার (১৭ মে) বিকালে প্রযুক্তির মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে বলে নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল ইসলাম।
এর আগে সোমবার (১৬ মে) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর সাভার পরিবহনের ভেতরে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, বাসের যাত্রীরা ছিনতাইকারী সন্দেহে নাজমুলকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশের তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতেরর নাম নাজমুল মিয়া। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার দক্ষিণপাড়া গ্রামের খোকা মিয়ার ছেলে।
এ ঘটনায় তদন্ত চলছে জানিয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল ইসলাম বলেন, ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। প্রযুক্তির মাধ্যমে আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয় নিশ্চিত হয়েছি। এ ঘটনায় কোনো ভুক্তভোগীকে পাওয়া যায়নি। ওই বাসটি শনাক্তের চেষ্টা চলছে। মামলা দায়েরের বিষয়টিও প্রক্রিয়াধীন।