আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় কৃষকের ধান কেটে দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত সাভারের আশুলিয়ায় এক কৃষকের পাকা বোরো ধান কেটে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

শনিবার (১ মে) বিকেলে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে ইয়ারপুর এলাকায় জয়নাল আবেদীন নামের ওই কৃষকের প্রায় দুই বিঘা পাকা ধান কেটে দেন তিনি।

বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ওই কৃষকের ধান কেটে দেওয়া শুরু করেন। ওই কৃষক শ্রমিক না পেয়ে ধান কাটতে না পারায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তিনি ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন। এসময় জমির মালিক জয়নাল আবেদীন প্রতিমন্ত্রীকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রতিমন্ত্রী নিজে ধান কাটায় স্থানীয় লোকজন ভীড় করেন ওই ধান খেতের আশেপাশে। এসময় প্রতিমন্ত্রীর প্রশাংসা করেন ওই এলাকার সর্বস্তরের লোকজন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার দেশের ক্ষতিগ্রস্ত সকল কৃষককে সরকারী ভাবে সাহায্য সহযোগীতা করা হবে।

ধান কাটার এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহবায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন সহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Close
Close